সুনামগঞ্জ মেডিকেল কলেজ বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ । এটি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়, সুনামগঞ্জ - সিলেট মহাসড়কের পাশে এবং সুরমা নদীর পূর্ব অংশে অবস্থিত ।
সুনামগঞ্জ তথা হাওর এলাকার সাধারণ জনগণের জন্য আধুনিক ও বিশেষায়িত সেবা প্রদানের প্রয়োজনীয় সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে এবং চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক কারিগরী জনবলের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে গত ০৮.১১.২০১৮ তারিখ সুনামগঞ্জ জেলায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। প্রকল্প মেয়াদের মধ্যে ইতোমধ্যে ৯-তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। তাছাড়া ৫০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ সহ অন্যান্য ভবন যেমন ছাত্র ও ছাত্রীদের জন্য হোস্টেল, শিক্ষানবিশ ডাক্তারদের জন্য ডরমিটরী, নার্সিং কলেজ, স্টাফ ডরমিটরীসহ ৭০০ আসন বিশিষ্ট একটি অডিটরিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি আগামী ৩০.০৬.২০২৫ তারিখের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় মোট ২৬টি ভবন রয়েছে এগুলির মধ্যে ২৪টি ভবনের কাজ শেষ পর্যায়ে। প্রকল্পের কাজ শেষ হলে ৬৫৪ জন ডাক্তার ও অন্যান্য ১৯২৩ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং নিকটস্থ বিভাগীয় শহর সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপর চাপ কমে আসবে।